দ্য বিডি এক্সপ্রেস ডটকমঃ
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আগামীদিনের বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত আইসিটি। মন্ত্রী আজ রাজধানীতে আইসিটি বিভাগ আয়োজিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করে প্রবৃদ্ধি গতিশীল করণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন,দেশের শতকরা ৭০ ভাগ ছেলে এবং মেয়ে কর্মক্ষম। দেশের জনগোষ্ঠী খুবই বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী । এ বিশাল সম্পদকে কাজে লাগাতে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে । দেশের ছয়কোটি মানুষ ইন্টারনেট এবং শতকরা প্রায় নব্বইভাগ মানুষ মোবাইল ব্যবহার করে, এটা অভাবনীয় সাফল্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসুচি বাস্তবায়নের যে যাত্রা শুরু হয়েছে এর সুফল মানুষ আজ পেতে শুরু করেছে । অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আইসিটি বিভাগের সচিব বক্তৃতা করেন।