ফেনী সংবাদদাতাঃ
সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় দুর্বৃত্তের ছোড়া ককটেল বিস্ফোরণে ফেনী মডেল থানার এসআই মো. ইয়াছিন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অপরদিকেকেন্দ্র দখল, প্রার্থী ও এজেন্টদের হুমকি এবং জাল ভোটের অভিযোগ এনে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে নির্বাচন বর্জন করেছে বিএনপি চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন জসিম। বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ফেনী অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়।
শনিবার ভোরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপালের জগন্নাথ সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে তারা গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন, মো. ইউনুস, মোঃ বাবলু, কবির মাস্টার ও জহিরুল ইসলাম।