দ্য বিডি এক্সপ্রেস ডটকমঃ
লন্ডনের মেয়র পদে জয়ী হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। তিনি হলেন ব্রিটিশ রাজধানীর প্রথম মুসলিম মেয়র। শুধু লন্ডন নয়, ইউরোপের কোনো দেশের রাজধানী শহরের তিনিই হলেন প্রথম নির্বাচিত কোনো মুসলিম মেয়র।
লেবার পার্টির প্রার্থী সাদিক খান ভোট পেয়েছেন ১,৩১০,১৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ দলের জ্যাক গোল্ডস্মিথ পেয়েছেন ৯,৯৪,৬১৪ ভোট।
৪৫ বছর বয়স্ক সাদিক খানের বাবা ছিলেন এক অভিবাসী বাসচালক। আর তিনি নিজে মানবাধিকারবিষয়ক আইনজীবী। তিনি একসময় মন্ত্রিত্বও করেছেন। নির্বাচনে তার শ্লোগান ছিল তিনি হবেন সব লন্ডনবাসীর মেয়র।