আন্তর্জাতিক ডেস্ক,দ্য বিডি এস্কপ্রেস.কমঃ
দক্ষিণ ভারতের ক্যারলা রাজ্যের পুতিঙ্গাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৪ জন নিহত ও আরো অন্তত ২শ` আহত হয়েছেন। শনিবার গভীর রাতে রাজ্যের কল্লাম জেলার পুতিঙ্গাল মন্দিরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, মন্দিরটিতে বাৎসরিক একটি অনুষ্ঠানে প্রায় হাজার খানেক পুনার্থী আতশবাজি পুড়াচ্ছিলেন। সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় ৭৪ জন নিহত ও এখন পর্যন্ত ২শ` জনের মতো আহত হয়েছেন।
কল্লাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কে লালাজি জানিয়েছেন, তারা এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু নিশ্চিত করছেন। তবে মৃত্যু সংখ্যা আরো অনেক বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শনে ক্যারালার মুখ্যমন্ত্রী রওনা হয়েছেন।