আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’এর আর্থিক সহায়তার প্রয়োজন নেই বলে ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী ইশহাক দার। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, গত দু’বছরে দেশটি যে অর্থনৈতিক অর্জন করেছে তা সংহত করার প্রয়োজন রয়েছে। রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, আইএমএফকে আর পাকিস্তানের কোনো প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আন্তর্জাতিক এ মহাজনী সংস্থাকে এবারে বিদায় জানানোর সময় এসে গেছে। পাকিস্তান সফররত আইএমএফ’এর মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয় বিভাগের পরিচালক মাহদুদ আহমেদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
দার বলেন, আর্থিক এবং স্থিতিশীলতা অর্জন করেছে। এ ছাড়া, পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত রয়েছে এবং এ দিয়ে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো যাবে বলেও জানান তিনি।