দ্য বিডি এক্সপ্রেস.কমঃ
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সদ্য পদত্যাগকারী গভর্নর আতিউর রহমানকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিট আবেদনে ড. আতিউর রহমানের পাসপোর্ট জব্দের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে।
এর আগে রিজার্ভ চুরির ঘটনায় মঙ্গলবার নৈতিক দায় নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করার কথা জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। সাংবাদিকদের তিনি বলেন, তিনি তিলে তিলে বাংলাদেশ ব্যাংককে গড়ে তুলেছেন। নিজেকে খনি শ্রমিকের সঙ্গে তুলনা করে ২৮ বিলিয়ন ডলার রিজার্ভ মজুদের কথাও উল্লেখ করেন। সাংবাদিকদের এসময় তিনি বলেন, শিক্ষকতা পেশায় তিনি ফিরে যাবেন। এছাড়া তার গবেষণা প্রতিষ্ঠান সমুন্বয়ে সময় দেবেন। এ মুহূর্তে মিডিয়ার সঙ্গে আর কোনো কথা বলতেও কিছুটা অস্বীকৃতি জানান তিনি। তার একটি ঘনিষ্ট সূত্র জানায়, হয়ত তিনি বিদেশ সফরেও যেতে পারেন।