চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ॥
শনিবার সন্ধ্যায় চাটখিল কামিল মাদরাসার নব নির্মিত ভবন উদ্ভোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ.এম.ইব্রাহিম। মাদরাসার গভনিং বডির সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে মাদাসা অডিটোরিয়ামে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ এইচ.এম. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা আ’লীগ সেক্রেটারী জাকির হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন। এ ছাড়া বক্তব্য রাখেন, শাহজাহান খাঁন বাবুল, অধ্যক্ষ মফিজুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।