রংপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে বড়পুকুরিয়া খয়লা খনির সামনে কাঠ বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হযেছেন পাঁচজন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পাবর্তীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, গাইবান্ধার পলাশবাড়ী থেকে কাঠ নিয়ে দিনাজপুর শহরের দিকে যাওয়ার পথে ট্রাকটি বড়পুকুরিয়া কয়লা খনির সামনে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের পাশের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।