দ্য বিডি এক্সপ্রেস.কম।।
সাঈদীর রায় পর্যালোচনা করে ফাঁসির জন্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করবে রাষ্ট্রপক্ষ। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাঈন সাঈদীর আমৃত্যু কারাদ-ের বিরুদ্ধে আজকালের মধ্যেই রিভিউ আবেদন করতে পারে রাষ্ট্রপক্ষ। সোমবার এমনটিই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, রায় পুনর্বিবেচনার আবেদন করতে কাজ চলছে। মঙ্গলবার না পারলে বুধবার আবেদন করা হবে।
এর আগে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, সাঈদীর রায় পর্যালোচনা করে ফাঁসির জন্য নির্ধারিত সময়ের মধ্যে রিভিউ আবেদন করা হবে।
এদিকে সাঈদীর আইনজীবী এস এম শাহজাহান বলেন, এখনো কোনো নির্দেশনা আসেনি। আরও কয়েকদিন সময় আছে। তবে এর আগে অপর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছিলেন রায় প্রকাশ হলে খালাস চেয়ে তারা রিভিউ আবেদন করবেন।
গত ৩১ ডিসেম্বর সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি সাঈদীর রায়ের বিরুদ্ধে রিভিউ করার শেষ দিন।