প্রতিবেদকঃ পুলিশের অভিযানে চট্টগ্রাম কলেজ থেকে একে-৪৭ রাইফেল এবং বিপুল পরিমাণ অস্ত্রসহ ৭২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেখানে টানা অভিযান চালানো হয়।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম কলেজের পাশাপাশি ওই এলাকায় অবস্থিত শিবির নিয়ন্ত্রিত মহসিন কলেজেও অভিযান চালাচ্ছে পুলিশ।
আবদুর রউফ আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে রেকি করার পর মঙ্গলবার গভীর রাতে নগর গোয়েন্দা পুলিশ এবং কোতোয়ালী থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য চট্টগ্রামর কলেজের বিভিন্ন আবাসিক হলসহ আশেপাশের এলাকায় অভিযান চালায়। অভিযানে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষ থেকে একটি একে-৪৭ রাইফেল সহ একটি থ্রি নট থ্রি, তিনটি পিস্তল, তিনটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, তিনটি দেশী বন্দুক, একটি দো-নলা বন্দুক, পাঁচটি রকেট ফ্লেয়ার, ৬১ রাউন্ড কার্তুজ ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।, দুটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন ধরনের নয়টি অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয়েছে ৭২ জনকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।