দ্য বিডি এক্সপ্রেসঃ জাপান সরকার সেদেশে জন্মহার বাড়ানোর লক্ষ্যে জীবনসঙ্গী খোঁজার জন্য ‘স্পিড ডেটিং’ এর মত অনুষ্ঠানে উত্সাহে দিতে চায়। যেসব স্থানীয় কর্তৃপক্ষ বার এরকম ঘটকালি অনুষ্ঠানের আয়োজন করবে তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা পাবে।
জাপানের কিয়োডো সংবাদ সংস্থা নতুন এক খসড়া নীতির উদ্ধৃতি করে এ কথা জানিয়েছে। মার্চের শেষ নাগাদ জাপানের মন্ত্রিপরিষদ এই নীতি অনুমোদন করবে বলে কথা রয়েছে। এতে জাপানে লোকজন যাতে বেশি সন্তান নিতে উত্সাহিত হয় তার জন্য নানা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। খসড়া নীতিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে এখন থেকে ২০২০ সালের মধ্যে জাপান বড় ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে যথেষ্ট নতুন শিশু জন্ম নিচ্ছে না। সন্তান নিতে দম্পতিদের উত্সাহ যোগাতে বিনামূল্যে নার্সারিতে শিশু যত্নের ব্যবস্থা, নি:সন্তান দম্পতিদের জন্য ফাটাফাটি ক্লিনিক, পুরুষদের জন্য ‘পিতৃত্ব ছুটি’ বাড়ানো ইত্যাদি নানা ব্যবস্থার সুপারিশও করা হয়েছে। ২১০৪ সালে জাপানে শিশু জন্মহার ছিল এ যাবতকালের মধ্যে সবচেয়ে কম। -বিবিসি