সংবাদদাতাঃ চাটখিল সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের ব্যাপক অংশগ্রহন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০১৫ অনুষ্ঠিত হয়। ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীদের ক্রীড়া নৈপুন্য প্রদর্শন ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিশেষ কৃতিত্বের জন্য বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। ৮ই মার্চ কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণী সভা অনুষ্টিত হয়।
চাটখিল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আ.ফ.ম. রুহুল আমিনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, যুগ্ন আহ্বায়ক রাজীব হোসেন রাজু, কলেজ শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া কায়কোবাদ, পৌরসভা ছাত্র লীগের আহ্বায়ক নুর উদ্দিন উজ্জ্বল, যুগ্নআহ্বায়ক স্বপন পাটওয়ারী। অনুষ্টান পরিচালনা করেন প্রভাষক আফছার উদ্দিন জুয়েল। আলোচনা সভাশেষে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথী বিজয়ীদের মাজে পুরষ্কার বিতরন করেন।