প্রতিবেদকঃ বগুড়ায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর-ঢাকা মহাসড়কের বাঘোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক বাঘোপাড়া বাজার অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বাজারে ঢুকে যায়। এ সময় ট্রাকের চাপায় এক রিকশাচালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।