দ্য বিডি এক্সপ্রেসঃ ঝিনাইদহ জেলার হাট গোপালপুর এলাকার শহিদ মোল্লার স্ত্রী রিনা বেগম (২৯) নামে এক প্রসূতি দুই মাথাবিশিষ্ট একটি পুত্র সন্তান প্রসব করেছেন।
শুক্রবার সন্ধ্যায় মাগুরার ভায়নামোড় এলাকায় নিরাময় (প্রা.) হাসপাতালে রিনা বেগমকে ভর্তি করা হলে তিনি ওই সন্তান প্রসব করেন।
প্রসঙ্গত, শিশুটির দুইটি মাথা ছাড়াও ৩ টি পা, দুইটি মেরুদণ্ড রয়েছে। মা ও শিশুটি সুস্থ রয়েছে