সংবাদদাতাঃ সোনাইমুড়ী উপজেলার জয়াগে গাড়ী ভাঙচুরের সময় শিবিরের এক নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে নূরুল করিমের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- উপজেলার জয়াগ ইউনিয়নের জৈনুদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির (২২), একই ইউনিয়নের তুষী গ্রামের বেলাল হোসেনের ছেলে ও শিবির কর্মী শাকিল (১৯) এবং একই এলাকার সামছুদ্দিনের ছেলে মো. রাজু (১৯)।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জয়াগে গাড়ী ভাঙচুর করার সময় হাতে-নাতে জয়াগ ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ ৩জনকে আটক করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা প্রস্তুতি চলছে।