প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণে ৬ জন আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে টিএসসি মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মৃদুল কান্তি (৩৩), হিমু আকতার (২০), শেখ রাসেল (২৮), সোহেল রানা (২৭), আবুল কাশেম (২৩) ও মন্টু (৩০)। আহতদের মধ্যে মৃদুল কান্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেকশন অফিসার। তার দুই পায়ে স্প্রিন্টার বিদ্ধ হয়েছে। হিমু আকতারের ডান বাহুতে স্প্রিন্টার বিদ্ধ হয়েছে। তিনি নর্দান ইউনিভার্সিটির ছাত্রী। শেখ রাসেলের থুতনিতে স্প্রিন্টার বিদ্ধ হয়েছে। আবুল কাশেম বসুন্ধরা সিটির দোকানের কর্মচারী ও মন্টু চটপটি বিক্রেতা। এছাড়া আহত সোহেল রানা নিজেকে যুবলীগ নেতা বলে দাবি করেছেন। আহতরা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।