দ্য বিডি এক্সপ্রেসঃ এক ডিনারে ৩ লাখ ডলার খরচ করে আলোচনার ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক ব্যবসায়ী। তার নাম শেন স্মিথ। সম্প্রতি তিনি একটি রেস্টুরেন্টে ১২ জন অতিথি নিয়ে যান ডিনার করতে। তারা সেখানে বিভিন্ন পদের খাবার গ্রহণ করেন। এরপর যে বিল আসে তাতে লেখা ছিল ৩ লাখ ডলার। কিন্তু কোনো প্রশ্ন না তুলে সেই বিল পরিশোধ করে দেন স্মিথ! বিষয়টি স্থানীয় গণমাধ্যমে আলোচনার ঝড় তোলে। এর আগে ওই ব্যবসায়ী একটি রেস্টুরেন্টে খাবার গ্রহণ করে ওয়েটারকে ১ লাখ ডলারের বখশিস দিয়ে আলোচনায় এসেছিলেন। -ইউপিআই