প্রতিবেদকঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার কোন এক সময় এ হত্যাণ্ডের ঘটনা ঘটে। আনুমানিক ২৪-২৫ বছর বয়সী নিহত অজ্ঞাত ওই যুবকেরপরনে জিন্সের প্যান্ট ও গায়ে নীল রঙের শার্ট ছিল।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান জানান, শুক্রবার সকালে চাষীরা মাঠে কাজ করেতে গিয়ে জনৈক মোজাহারের কলাক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, অজ্ঞাত ওই যুবককে অন্য কোন স্থান থেকে ধরে এনে গলাকেটে হত্যার পর লাশ সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা।