দ্য বিডি এক্সপ্রেসঃ পেট্রোল বোমা হামলাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সিলেট জেলা শাখার উদ্যেগে মানববন্ধনে বক্তারা অভিলম্বে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে সন্ত্রাসীদের ফাঁসি কায্যকর করার দাবী জানায়।
‘পুড়ছে মানুষ, জ্বলছে দেশ; চাই না এমন বাংলাদেশ’ এই শ্লোগানে শ্লোগানে উজ্জিবিত হয়ে দেশে অব্যাহত সহিংসতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং পেট্রোল বোমা সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে সিলেট শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ। সিলেট জেলা শাখার উদ্যেগে আয়োজিত মানব বন্ধনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পেশাজীবি ও কবি সাহিত্যকরা উপস্হিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি-জামাত পরিকল্পিত ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যার বহিঃপ্রকাশ জ্বালাও-পুড়াও। তারা পেট্রোল বোমায় জন-জীবনকে হুমকির মধ্যে রেখেছে।
তারা আরও বলেন, পাকিস্তান-আফগানিস্তানের মতই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। পেট্রোল বোমা সন্ত্রাসীরা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস, আলকায়দা, বোকোহারাম’র মত আগুনে জ্বলসে দেশের নিরিহ মানুষকে পুড়িয়ে মারছে।
উক্ত মানববন্ধনে বক্তরা আরও বলেন, প্রয়োজনে সংসদে আইন পাস করে এইসব বর্বর পেট্রোল বোমা সন্ত্রাসীদের ফাঁসির বিধান নিশ্চিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহন করতে হবে।
বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ সিলেট জেলা শাখার আহবায়ক মাহমুদুল করিম নেওয়াজের সভাপতিত্বে মারুফা আক্তার মাধবির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফারজানা ফাহমিদা, সোহেল আহম্মেদ মুন্না, ফয়সাল আহম্মেদ, ইসতিয়াক চৌধুরী, ম্যাক মুরাদ, জাকারিয়া মাহমুদ, কোমল কান্তি শর্মা, কাউসার আহম্মেদ, রাজেস সরকার, রাজীব তরফদার, পলাশ দত্ত, শাহীনূল, সম্রাট খান, ভাস্কর ভট্টাচার্য, রনি খান, জয় প্রকাশ চক্রবর্তী, নাজমুল হোসেন সাহাদাত, তুষার খান, রুবেল আহম্মেদ, হুমায়ূন, খালেদ, কামরুল হাসান, রুবেল তারফদার জনি, অমিত দেবনাথ, প্রীতম চৌধুরী দিপ।