সংবাদদাতাঃ চাটখিল থানা পুলিশ গতকাল দুপুরে উপজেলার দশানি টবগার চাটখিল রামগঞ্জ সড়কের রমিজ উল্যা ব্যাপারী বাড়ির ব্রিজের কাছে একটি ডোবা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি এলজি উদ্ধার করে। অস্ত্রটি কে বা কারা রেখে গেছে তার তথ্য উৎঘাটন করা সম্ভব হয়নি। থানার এএসআই মো: নাজিম উদ্দিন জানান, কিছুদিন পূর্বে ঐ জায়গা থেকে এক শীষ সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়। এলাকা বাসির ধারনা পুলিশের তাড়া খেয়ে কোন সন্ত্রাসী হয়ত অস্ত্রটি পানিতে ফেলে দিতে পারে।