
এর আগে মঙ্গলবার থেকেই পাহাড়ের চূড়ায় দেবতা শিবের মন্দিরে ভিড় জমাতে শুরু করে ভক্তরা।
মেলা কমিটির সদস্য সচিব হারাধন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘চট্টগ্রামসহ সারা দেশে চন্দ্রনাথ পাহাড়ে শিব মন্দিরটি বিখ্যাত। ১২শ’ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দেবতা শিবের মন্দিরে উঠে ভক্তরা পূজা দেন। এর আগে পাহাড়ের ঢালে ব্যাস কুন্ডে স্নান করে ভক্তরা দীর্ঘ সিঁড়ি বেয়ে পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় আরোহণ করেন। শিব চতুর্দশী উপলক্ষ্যে সীতাকুণ্ড স্রাইন কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী বিশ্ব বৈদিক ও ঋষি সমাবেশেরও আয়োজন করা হয়েছে। এই ঋষি সমাবেশে বাংলাদেশ এবং ভারতের ঋষিরা যোগ দিতে ইতোমধ্যে চন্দ্রনাথ পাহাড়ে সমবেত হতে শুরু করেছেন।’
চন্দ্রনাথ মন্দিরে ১৫দিন ধরে এই মেলা চলবে বলে মেলা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।