প্রতিবেদকঃ যৌথ অভিযান শেষে ফেরার পথে গাইবান্ধার তুলসীঘাট বুড়িরঘর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় র্যাব তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা র্যাব ১৩-এর একটি সূত্র জানায়, যৌথ অভিযান শেষে ফেরার পথে মঙ্গলবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাটের বুড়িরঘর এলাকায় একদল দুর্বৃত্ত তাদের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। এ সময় র্যাব তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়।
পরে তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ হয়ে নিহত ওই যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল, আটটি পেট্রোল বোমা, একটি বিদেশি পিস্তল এবং একটি দেশী পিস্তলসহ দুটি গুলি উদ্ধার করা হয়েছে।