সংবাদদাতাঃ নোয়াখালীর জেলা সিভিল সার্জন অফিসের কমপাউন্ডে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে সিভিল সার্জন অফিসের একটি ঘর ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে জেলা সিভিল সার্জনের অফিসের ভিতরে আগুন দেখতে পান অফিসের নাইটগার্ড নুরুল আমিনসহ স্থানীয়রা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য-শিক্ষা শাখা হিসেবে ব্যবহৃত একটি টিনশেডের ঘর ভস্মীভূত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি। পুড়ে যাওয়ার ঘরটি শিশুদের ইপিআই টিকা, জুনিয়র চিকিৎসক প্রশিক্ষণসহ কয়েকটি কাজে ব্যবহার করা হতো। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।