
জাতীয় বসন্ত উদযাপন পরিষদ আয়োজিত বসন্ত বরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন মেয়েরা
প্রতিবেদক : আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়- `ফুল ফুটুক আর না ফুটুক। আজ বসন্ত।’ আর বসন্তকে বরণ করতে সকাল থেকে চারুকলাতে ভিড় জমিয়েছে তরুণ-তরণীরা।
চারুকলায় বসন্ত বরণের ছবি
শুধু বড়রাই নয়, নাচ পরিবেশন করেছ ছোটরাও
নাচের সঙ্গে চলেছে শিল্পীদের গান
নাচ, গান দেখতে চারুকলায় ভিড় জমিয়েছে দর্শনার্থীরা
বসন্ত বরণে ফুল দিয়ে সেজেছে এক তরুণী
বসন্তকে বরণ করতে জোট বেঁধে এসেছেন চারুকলায়
সেলফি তুলতে ব্যস্ত দুই তরুণী
সঙ্গীর ছবি তুলে দিচ্ছেন এই তরুণী
বসন্ত বরণে ফুল দিয়ে সেজেছেন এক বিদেশি নারী
মুখে আলপনা দিয়ে সেজেছে এই শিশু
ফুল দিয়ে সাজা এই শিশুটি বলে দিচ্ছে বসন্ত শুধু বড়দের জন্যই নয়, ছোটদেরও