আন্তর্জাতিক ডেস্ক : ‘সমকামিতা’র দায়ে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্ট। রায় প্রত্যাখ্যান করে তার অনুসারীরা দাবি করেছেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
মঙ্গলবার দেওয়া রায়ে ফেডারেল কোটের বিচারক বলেন, ২০১৪ সালে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে দেওয়া হয় আপিল বিভাগের রায় বহাল রাখা হচ্ছে।
৬৭ বছর বয়সি আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ- এক রাজনৈতিক সহকর্মীর সঙ্গে সমকামিতায় লিপ্ত হতেন তিনি। মালয়েশিয়ায় সমকামিতা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।
মঙ্গলবার কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, বিচারক প্যানেল সরকারের সঙ্গে যোগ দিয়ে ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’ লিপ্ত হয়েছে। ‘রাজনৈতিক প্রভূর প্রতি নত হয়ে আপনারও অপরাধের অংশীদার হয়েছেন। আপনারা অন্ধকার দিকই বেছে নিয়েছেন’- বলেন আনোয়ার ইব্রাহিম।
কাঠগড়ায় উত্তেজিত হয়ে তিনি আরো বলেন, ‘আমি নীরব হব না। আত্মসমর্পণও করব না আমি। ’
মালয়েশিয়ায় স্বাধীন বিচার বিভাগ রয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে সাজা দেওয়ার অসংখ্য নজির রয়েছে।