প্রতিবেদকঃ বগুড়ার নুনগোলা এলাকায় ট্রাকে পেট্টোল বোমায় দগ্ধ হেলপার আব্দুর রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ ভোরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে ঢামেক হাসাপাতালে আনা হয়েছিল। আবদুর রহিম সাতক্ষীরা জেলা সদরের মৃত আলেপ মণ্ডলের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকায় ট্রাকে এ পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চালক, হেলপার এবং ব্যবসায়ীসহ তিন জন দগ্ধ হয়েছেন।
এ ঘটনা দগ্ধ হন পিরোজপুর জেলার কাউখালি উপজেলার হোগলদেবতা গ্রামের তবিরুল ইসলামের ছেলে ট্রাক চালক তিতেন (৪০), সাতক্ষীরা জেলা সদরের মৃত আলেপ মণ্ডলের ছেলে হেলপার আব্দুর রহিম (২৫) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেকামতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে ফার্নিচার ব্যবসায়ী আব্দুর রহিম (৪০)।