
এদিকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ছাত্রশিবির।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহর মাইজদীর কৃষ্ণরামপুর এলাকার একটি মেসে অভিযান চালিয়ে শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে দুইটি এলজি ,পাঁচটি পেট্রোল বোমা, ছয়টি ককটেল, জেহাদী বইও লিফলেট উদ্ধার করে। ছাত্রশিবির এর প্রতিবাদ করে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর জেলা সভাপতি মো. মায়াজ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।