প্রতিবেদকঃ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
বৃহস্পতিবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভিসি মেজর জেনারেল শেখ মামুন খালেদ।
বৈঠকে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী দ্বারা প্রতিষ্ঠিত পাঁচ মেডিকেল কলেজ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
মেজর জেনারেল শেখ মামুন খালেদ প্রেসিডেন্টকে আগামী ১লা ফেব্রুয়ারি বিইউপি’র অনুষ্ঠিতব্য দ্বিতীয় সমাবর্তনে যোগ দিতে আমন্ত্রণ জানান।
প্রেসিডেন্ট আবদুল হামিদ সময়োপযোগী শিক্ষা দেয়ার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। এসময় প্রেসিডেন্টের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।