দ্য বিডি এক্সপ্রেসঃ বেথ মুন, সান ফ্রানসিস্কোর অধিবাসী, গত ১৪ বছর ধরে চষে বেড়িয়েছেন পুরো পৃথিবী। কেন? সবচেয়ে পুরোনো গাছের খোঁজে!
সারা দুনিয়া ঘুরে তিনি কেবল সবচাইতে পুরোনো চোখধাঁধানো সুন্দর গাছের খোঁজই করেছেন। প্রত্যন্ত গহীন বিরান অঞ্চলে ঘুরে ঘুরে পেয়েছেন দুর্লভ এবং পুরোনো কিছু গাছ।
বেথ মুন বলেন, “ আমি মনে করি, পৃথিবীর সবচাইতে বৃহৎ এবং প্রাচীন জীবন্ত সৌধ হিসেবে দাঁড়িয়ে থাকা এই গাছেদের অনেক গভীর তাৎপর্য আছে আমাদের জীবনে।
বিশেষ করে এইসময়ে, যখন আমরা পরিবেশকে ভালোবেসে বাঁচার আরো ভাল সব উপায় খুঁজছি”। পোরট্রেটস অব টাইম’ নামের বইতে মুনের এমন ৬০টি ছবি স্থান পেয়েছে।