প্রতিবেদকঃ চাটখিল ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ পরানকে অর্থ আত্মসাৎ ও অসাদাচরনের অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার ম্যানেজিং কমিটির জরুরী সভায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় স্কুল ব্যবস্থাপনা কমিটির তাকে বরখাস্ত করে। জানাযায় প্রধান শিক্ষক শাহ্ পরান গত ৬ মার্চ উপ-বৃত্তির টাকা বিতরনের সময় ৮ম শ্রেণীর ছাত্রি তাহিরা আক্তার(রোল ৩৯) ১৩২০ টাকা, মাহ্মুদুর রহমান( রোল ৯৬ ) ১৩২০ টাকা, ৯ম শ্রেণীর আমেনা বেগম, রোল ৩২৩ এর ১৬২০টাকা, ৬ষ্ঠ শ্রেণীর সুমন রোল ১০২ এর ৬০০ টাকা, ইয়াছিন রোল ৫৪ এর ৬০০ টাকা, জেসমিন আক্তার রোল ৬৬ এর ৬০০টাকা, হাজেরা আক্তার রোল ১১৭ এর ৬০০ টাকা সহ বহু ছাত্র/ছাত্রী থেকে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। এছাড়া ৮ম ও ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে স্কুল ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করে। তাছাড়া শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ করায় কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। উপ-বৃত্তির টাকা আত্মসাতের বিভিন্ন জতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল।