প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিনের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। জাতীয় সংসদ অধিবেশনের ফলে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় দলের সিনিয়র নেতারা শ্রদ্ধা জানাতে আসেননি। দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে মাজারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শ্রদ্ধা জানায় মহিলা দল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও জিয়া সাংস্কৃতিক সংস্থা (জিসাস)। মাজারে শ্রদ্ধা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক।
সোমবার বেলা ১২টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবলুর নেতৃত্বে বিলকিস ইসলাম, বিলকিস জাহান শিরিন, এডভোকেট শাহান আক্তার সামি, সুলতান মাহমুদ, এডভোকেট রফিদ শিকদার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। বারোটায় আসেন চলচিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জল,হেলাল খানসহ চারজন।