বিনোদন ডেস্ক :বাংলাদেশি বাংলা সিনেমার একসময়ের বেশ আলোচিত-সমালোচিত নায়িকা ময়ূরী। তিনি এখন যশোরের একটি সার্কাস দলে কাজ করছেন। যশোরের মধুমেলায় সার্কাস শোতে অংশ নিয়েছেন। ঢাকাই ছবিতে নিজেকে অশ্লীলভাবে তুলে ধরা নায়িকা ময়ূরী অনেকদিন ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। মাঝে তিনি বিভিন্ন যাত্রাদলের অতিথি শিল্পী হয়ে নৃত্য পরিবেশন করেছেন। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন 'নিউ সুপার সার্কাস পার্টি' নামের একটি অখ্যাত সার্কাস দলে। বর্তমানে ময়ূরী সার্কাস দলটির সঙ্গেই যশোরের মধুমেলায় অবস্থান করছেন। সার্কাস শোতে তাকে আগের মতোই স্বল্প বস্ত্রে অশ্লীল নৃত্যসহ জোকারদের সঙ্গে কৌতুক পরিবেশন করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্র অশ্লীলতার দায়ে অবাঞ্চিত এই নায়িকার সার্কাস দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছেন। স্থানীয় সাংবাদিকরা ময়ূরীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।