১৮,জানুয়ারি বিএনপির অবরোধের মধ্যে এবার জাতীয় সংসদ ভবন এলাকায় দিনে-দুপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয়া হয়েছে, যাতে আহত হয়েছেন ইডেন কলেজের চার শিক্ষার্থী। এদের মধ্যে সাথী আক্তার (১৯) ও যুথি আক্তার (১৯) নামে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর বাস থেকে নামার হুড়োহুড়িতে পায়ে আঘাত পেয়েছেন মাইমুনা বেগম (১৮) ও মুক্তি (১৯) নামের অপর দুই শিক্ষার্থী। তারা চারজনই ইডেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করে তারা মিরপুরে বাসায় ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা দেড়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকে খেঁজুর বাগান এলাকায় আজিমপুর থেকে মিরপুরগামী বিকল্প পরিবহনের ওই বাসে আগুন দেয়া হয়। নতুন বছরে জাতীয় সংসদ বসার এক দিন আগে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা