প্রতিবেদক : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সার্বিকভাবে কনজ্যুমার কনফিডেন্স বা ভোক্তা আস্থা সামান্য কমলেও এই অঞ্চলের উদীয়মান বাজারগুলোতে তা আশাবাদের পর্যায়েই রয়েছে। মাস্টারকার্ড কনজ্যুমার কনফিডেন্স ইনডেক্স বা মাস্টারকার্ড ভোক্তা আস্থাসূচকে এই চিত্র উঠে এসেছে, যা শনিবার প্রকাশ করা হয়েছে। এর আগের জরিপে (এইচ ওয়ান ২০১৪) এই অঞ্চলের সার্বিক ভোক্তা আস্থাসূচক ১০ বছরেরও বেশী সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার পর তা কমেছে। মাস্টারকার্ডের এই জরিপে অংশগ্রহণকারী বা উত্তরদাতাদের কাছ থেকে ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থানের সম্ভাবনা, নিয়মিত আয়ের সম্ভাবনা ও জীবনযাত্রার মানসহ পাঁচটি অর্থনৈতিক উপাদান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জরিপের সূচক নির্ণয়ে জিরো বা শূন্যকে সবচেয়ে নৈরাশ্যজনক, ১০০ নম্বরকে সর্বোচ্চ আশাবাদ ও ৫০ নম্বরকে নিরপেক্ষতার লক্ষণ বলে ধরা হয়। তবে জরিপের মাধ্যমে তৈরি করা এই ভোক্তা আস্থাসূচক এবং এ সংক্রান্ত প্রতিবেদনটি কোনোভাবেই মাস্টরকার্ডের আর্থিক কার্যক্রমের চিত্র নয়।