বিডি ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের পাবনার মেয়ে সুচিত্রা সেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করেছে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। এছাড়া আগামী মার্চ মাসে পাবনায় ‘চতুর্থ সুচিত্রা সেন চলচ্চিত্র উত্সব’র আয়োজন করা হবে। এতে সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন ও দুই নাতনী রিয়া ও রাইমা সেনের আসার কথা রয়েছে। গত বছরের এই দিনে ভারতের কলকাতায় বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সুচিত্রা সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাবনা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু ও সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক জানান, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা ও দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার প্রস্তাব সরকারের কাছে বিবেচনাধীন আছে। পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, গত বছর মহানায়িকার মৃত্যুর ৬ মাসের মাথায় ১৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি লিজ গ্রহিতাদের লিজ বাতিল করা হয়। এরপর থেকে বাড়িটি পাবনা জেলা প্রশাসনের দায়িত্বে রয়েছে।