বিশেষ প্রতিনিধি: ১৫,জানুয়ারি- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে ২০১৭ সালের ডিসেম্বরে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে আগামী ফেব্রুয়ারি মাসে স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং (উৎপাদন) সংক্রান্ত টেন্ডার আহ্বান করা হবে। চলতি বছরের শেষ তিন মাসের মধ্যে নির্বাচিত উৎপাদনকারী কোম্পানি স্যাটেলাইট বানানোর কার্যাদেশ দেওয়া হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বৃহস্পতিবার বিকেলে এই তথ্য জানিয়েছেন। এর আগে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অরবিটাল স্লট (১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশ) ভাড়া নিতে ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিটিআরসি। জানা গেছে, বিটিআরসির কমিশনার ও বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম মনিরুল আলম এবং ইন্টারস্পুটনিকের মহাপরিচালক ভাদাম ই বেলোভ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ চলাচলের জন্য একটি নির্দিষ্ট কক্ষপথ পেল। বিটিআরসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, অরবিটাল স্লট ক্রয়ে ব্যয় হবে দুই কোটি ৮০ লাখ ডলার। গত ৩১ জানুয়ারি অরবিটাল স্লট ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা কমিটি। এই অর্থ বিভিন্ন কিস্তিতে ৪২ মাসের মধ্যে পরিশোধ করা হবে।