১৪,জানুয়ারি চট্টগ্রামে সোয়া তিন কোটি টাকা মূল্যের ৬৫টি সোনার বার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তির দেহ তল্লাশি করে এসব সোনা জব্দ করে কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় সাড়ে ৬ কেজি। সোনা বহনকারী দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, পরিতোষ দে (৩০) ও দুলাল কর্মকার (৪০)। চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানান, রাত পৌনে ১২টার দিকে দুই ব্যক্তি একটি প্রাইভেট কারে করে সিনেমা প্যালেস এলাকায় নামেন। এ সময় ওই এলাকায় দায়িত্বরত টহল পুলিশের একটি দল ওই দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬৫টি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের ওজন প্রায় সাড়ে ৬ কেজি। গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছেন, নারায়ণ চন্দ্র কর্মকার নামের এক ব্যক্তি এসব সোনার মালিক