ঢাকা ব্যুরো: ঢাকাস্থ চাটখিল উপজেলা নাগরিক কমিটির উদ্যেগে চাটখিল উৎসব ২০১৫ পালিত হয়। ১০, জানুয়ারী সেগুণ বাগিচা কচি কাচার মেলা মিলনায়তনে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়। চাটখিলবাসী দলমত নির্বিশেষে সকল পেশা, শ্রেণির নারীপুরুষ শিশুদের কলকাকলীতে মিলন মেলায় পরিণত হয়। তারকা শিল্পীদের মনোমগ্ধকর গান পরিবশনের মধ্য দিয়ে আগতদের বরণ করা হয়। নাগরিক কমিটির সভাপতি জহির আব্বাস চৌধুরী (মিলন) এর সভাপতিত্বে ১ম পর্বে চাটখিল উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি কনভেয়র গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান জনাব কবির আহমদ মুন্সী, অনুষ্ঠানের প্রধান অর্তিথি হিসেবে উপস্থিত থেকে চাটখিল উৎসবের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।অনুষ্ঠানে মহিলাদের মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঁঙ্গা, ভাবীদের বালিশ খেলা, ছোটদের দৌড় প্রতিযোগিতা, বেলুন খেলা সকল সদস্যদের গানের প্রতিযোগিতা, আমন্ত্রিত অতিথি ও সদস্যদের মধ্যে রশি টানাটানি মন্ত্রমুগ্ধভাবে সকলে উপভোগ করেন। উৎসবের ২য় পবে আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন ঢাকাস্হ লক্ষীপুর জিলা সমিথীর সভাপতি আর পি গ্রুপের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন মাকেনটাইল ব্যাংকের পরিচালক ও সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম এ খাঁন বেলাল, বিশিষ্ট সমাজ সেবক কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন বেলাল, বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা চাটখিল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান। নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন, এ্যাডভোকেট আমির হোসেন, মো মামুন হোসেন। এডভোকেট কবির হোসেন অনুষ্ঠানে মহিলাদের মিউজিক্যাল চেয়ার, হাড়িভাঁঙ্গা, ভাবীদের বালিশ খেলা, ছোটদের মুরগীর লড়াই, বেলুন খেলা সকল সদস্যদের গানের প্রতিযোগিতা, আমন্ত্রিত অতিথি ও সদস্যদের মধ্যে রশি টানাটানি মন্ত্রমুগ্ধভাবে সকলে উপভোগ করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় রেফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেনএডভোকেট ওমর ফারুক।