সংবাদদাতাঃ নোয়াখালীর চাটখিল উপজেলার প্রানকেন্দ্র চাটখিল পৌর বাজারের জোনাকি সুপার মার্কেটের ৩য় তলায় যাত্রা শুরু করেছে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান ‘এনআরবি কমার্শিয়াল ব্যাংক।’
সোমবার সকালে ব্যাংকটির ২৪তম শাখার উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকটি উদ্বোধন করেন, ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী ফরাসত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বাক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের বিকল্প পরিচালক এ এম সাইদুর রহমান , ড. রফিকুল ইসলাম খান, এম এস আহসান,ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমান, আরিফ মোঃ শহিদুল হক, কাজী মোঃ তালহা, মোঃ রফিকুজ্জামান ও শাখা প্রধান কাজী মোঃ জিয়াউল কবির প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনের আগেই ব্যাংকটি নিয়ে চাটখিলের গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে।