বিডি এক্সপ্রেসঃ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, ‘গণতন্ত্রের চলার পথে সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ অংশীদারিত্বের প্রয়োজন আছে। তাই গণতন্ত্রকে সুসংহত করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সমান সুযোগ থাকা উচিত।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সোয়া এক ঘণ্টাব্যাপী বিদায়ী সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বুধবার সন্ধ্যায় গুলশানের খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।