সংবাদদাতাঃ জনপ্রিয় চ্যানেল আই’তে প্রতিযোগিতা মূলক জনপ্রিয় রিয়েলিটিশো ফিজআপ সেরা কণ্ঠে শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে নিজ যোগ্যতায় সেরা দশে স্থান করে নেওয়া চাটখিলের প্রতিভাবান তরুন তারেক’কে ভোট করার জন্য আহবান জানানো হয়েছে।
তার পুরো নাম মোঃ আব্দুল আউয়াল চৌধুরী তারেক। সে চাটখিল পৌর সভার গোবিন্দপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারী ও তাহমিনা বিবির সন্তান।
শুক্রবার রাত ৮টায় চ্যানেল আইতে প্রচার করা সেরা কণ্ঠের এপিসোডে সে গিয়েছিল কামরুজ্জামান কাজলের কথায় প্রয়াত প্রনব ঘোষের সুরে এবং আরেক অকাল প্রয়াত জনপ্রিয় কণ্ঠ শিল্পী খালিদ হাসান মিলুর সাড়া জাগানো গান সজনী আমিতো তোমায় ভুলিনি ।
তারেককে ভোট করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারসহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা আহবান জানিয়েছেন। তারেক কে ভোট করতে মোবাইল সেটের মেসেজ অপশানে গিয়ে SK লিখে একটা স্পেস দিয়ে TAREQ লিখে ৬১৬১ নম্বরে পাঠাতে হবে। ভোট করা যাবে ১৬ ডিসেম্বর দুপু ১২টা পর্যন্ত এবং যে কোন মোবাইল অপারেটর থেকে যত খুশি তত বার।