বিডি এক্সপ্রেসঃ মঙ্গল গ্রহে পানির উপস্থিতির নতুন প্রমাণ পেয়েছে নাসার কিউরিওসিটি রোভার। সৌরজগতে প্রায় পৃথিবীর প্রথম এই গ্রহে মাইক্রোবিয়াল জীবনের উপস্থিতির সম্ভাবনা আরো জোড়াল হলো। কিউরিওসিটির পাঠানো ছবি ও অনান্য তথ্য অনুযায়ী মঙ্গলে একসময় নদীর পানি গিয়ে পড়ত এক বা একাধিক হ্রদে। এই হ্রদটি গ্যালে ক্রেট নামের পাথুরে একটি খাদে এই হ্রদের অবস্থান ছিল। নাসা জানিয়েছে, এই সব ছবি ও তথ্য থেকে বোঝা যায় প্রাচীন সময়ে মঙ্গলে এমন জলবায়ু ছিল যার ফলে লালগ্রহের একাধিক স্থানে বেশ কিছু হ্রদ তৈরি হয়েছিল। লাখ লাখ বছর ধরে একটি হ্রদের বুকে পলি ও বর্জ্য জমা হয়েই মঙ্গলের মাউন্ট শার্প তৈরি হয়েছে বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা।