সেলফি প্রেমীদের কল্যাণে বিশ্বে হঠাৎ করেই বাড়ছে কসমেটিকস সার্জারি। তাই সংশ্লিষ্ট ডাক্তারদের ব্যবসা এখন রমরমা। আর মার্কিন নারীদের মধ্যেই এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। প্লাস্টিক সার্জনরা বলছেন, সেলফিতে নিজেকের আরও সুন্দর এবং নিখুঁত দেখাতেই ডাক্তারের ছুরির নিচে নিজেকে সঁপে দিচ্ছেন তারা। তবে সবাই যে ডাক্তারের পেছনে ছুটছেন তা নয়; অনেকে আবার সেলফি তুলতে সাহায্য নিচ্ছেন স্বনামধন্য মেকআপ আর্টিস্টদের। যদিও ফটোগ্রাফাররা বলছেন, ছবি তোলার কিছু টিপস শিখে নিলেই চেহারা নিখুঁত করতে অযথা অর্থ ব্যয় করতে হবে না সেলফি প্রেমীদের।