রিচির সংসারে টানাপোড়েন বিনোদন ডেক্সঃ অভিনেত্রী রিচির সংসারে বইছে অশান্তির ঝড়ো হাওয়া। খবরটি এতদিন গুজব হিসেবে চাউর ছিল মিডিয়ায়। এখন তা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে সম্প্রতি রিচির স্বামী রাসেক মালিক আমেরিকা থেকে যুগান্তরের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, কিছু দিন আগে যুগান্তরে রিচি সম্পর্কে প্রকাশিত খবরটি মোটেও গুঞ্জন নয়। পুরোটাই সত্যি। রাসেক মালিক আরও বলেন, ‘আমার সঙ্গে রিচির মোটেও সুসম্পর্ক নেই। শুধু ওই নাট্যনির্মাতাই নয়, তার সঙ্গে আরও অনেকের সম্পর্ক রয়েছে। গত সাত বছরে রিচিকে আমি খুব কম সময়ের জন্য কাছে পেয়েছি। সে আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। ছেলেকে আমি দেখতে পাই না। ছুটিতে দেশে গেলেও ছেলেকে আমার কাছ আসতে দেয় না। Comments comments 2014-12-03 The BD Express