সংবাদদাতাঃ ২৯ নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩৪১ মোগাওয়াট বিদ্যুত্ এবং পাইপলাইনে রয়েছে ১১০০ মেঘাওয়াট। ওই দিন সকালে হবিগঞ্জের বিবিয়ানা বিদ্যুত্ প্রকল্প-২-এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এদিন থেকে জাতীয় গ্রিডে ৩৪১ মেগাওয়াট বিদ্যুত্ যুক্ত হবে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাশে কুশিয়ারা নদীর কূলঘেঁষে পারকুল-বনগাঁও এলাকায় ১১ একর জায়গার ওপর ২০১৩ সালের জানুয়ারি থেকে বিবিয়ানা বিদ্যুত্ প্রকল্প-২-এর কাজ শুরু হয়। এটি বাস্তবায়ন করে সামিট গ্রুপ। জানা গেছে, বিবিয়ানা-২ বিদ্যুত্ কেন্দ্রটি নভেম্বর মাসেই চালু হওয়ার কথা ছিল; কিন্তু গ্যাস সংযোগের বিলম্বের জন্য যথাসময়ে এটি চালু হয়নি। এই বিদ্যুত্ কেন্দ্রের জন্য প্রতিদিন বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার করা হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে বিবিয়ানা-১ ও বিবিয়ানা-৩ বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিবিয়ানা বিদ্যুত্ প্রকল্প-১ ৩৮৩ মেগাওয়াটের এবং বিবিয়ানা বিদ্যুত্ প্রকল্প-৩- ৪০০ মেগাওয়াটের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজীবাজার ৩৩০ মেঘাওয়াট বিদ্যুত্ কেন্দ্রেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগামী ২ বছরের মধ্যে তিনটি বিদ্যুত্ কেন্দ্রের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ১১৩ মেঘাওয়াট বিদ্যুত্। বিবিয়ানা-১-এর প্রকল্প নির্মাণ প্রতিষ্ঠান সামিট গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) জহির উদ্দিন মোল্লা জানান, বিবিয়ানা বিদ্যুত্ প্রকল্প-২-এর কাজ শেষে পরীক্ষামূলক উত্পাদন করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এর পর থেকেই এ প্রকল্প থেকে প্রতিদিন ৩৪১ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে।