বিডিএক্সপ্রেসসঃ পাকিস্তানের আলোচিত অভিনেত্রী বীনা মালিক, তার স্বামী ও জিও টিভির কর্ণধার শাকিল-উর-রহমানকে ২৬ বছরের কারাদন্ডের রায় দিয়েছে দেশটির আদালত।
মে মাসে জিও টিভিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে ধর্মকে অবমাননা করা অভিযোগে তাদের বিরুদ্ধে করা মামলার রায় হিসেবে এ সাজা দিয়েছে আদালত।
জিও টিভির একটি অনুষ্ঠানে একদিকে একটি ধর্মীয় ভক্তিমূলক চলছিল, আর সামনে চলছিল বীনার সঙ্গে বসিরের নকল বিয়ের আসর। ফলে ধর্মকে অবমাননার অভিযোগে শোরগোল বাঁধে দেশটিতে।
এমন অনুষ্ঠান সম্প্রচার ও এতে অংশ নেয়ায় এ সম্পর্কিত মামলায় শাকিল-উর রহমান, বীনা, বসিরের পাশাপাশি টিভি শোয়ের উপস্থাপক সাইস্তা ওয়াহিদিরও ২৬ বছর জেল ঘোষণা করা হয়েছে। দোষীদের ১৩ লাখ পাকিস্তানি টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন বিচারক। জরিমানা না দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।