
হাসানুল হক ইনু বলেন, কোনো আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে—এমনটি মনে হলে আপনারা সুনির্দিষ্ট সংশোধনীর সুপারিশ নিয়ে আসুন। তথ্য মন্ত্রণালয় সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করবে। কারণ, প্রধানমন্ত্রী আপনার মতামত ও সমালোচনাকে গ্রহণ করেন। তিনি তথ্যপ্রযুক্তি আইনের অপব্যবহার হচ্ছে এমন সমালোচনার জবাবে তিনি সাংবাদিকদেরকে এই আইনের সংশোধনীর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করার আহ্বান জানান।
সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী সভাপতিত্বে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং ডিআরইউর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বক্তব্য দেন। তথ্য মন্ত্রণালয় এবং তথ্য কমিশনের সহায়তায় ডিআরইউ এ অনুষ্ঠানের আয়োজন করে।