কামরুল কানন, বেসরকারী সংস্থা বাপসার উদ্ধোগে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক রেফ্রেসার ট্রেনিং অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ট্রেনিং করমসুচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খলিল উল্লাহ। বাপসার প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রশিদের সভাপটিত্বে উক্ত ট্রেনিংটি সঞ্চালনা করেন বাপসার উপজেলা কর্মকর্তা ফ্রান্সিসকো মুক্তা সর্দার। এতে নিরাপদ এম আর , পরিবার পরিকল্পনা পদ্ধতি এবং এর ব্যবহার ও ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশী সচেতন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।