লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লক্ষ্মীপুরের অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্ট আসামী নুর নবী ওরফে নব্যা ডাকাত কে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুর নবী একই উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামের কালু মাঝির ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নুর নবী বিরুদ্ধে মেঘনা নদীর জেলেদের মাছ ধরার নৌকা ও ট্রলারে ডাকাতিসহ একাধিক অস্ত্র মামলা রয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর বিকেলে গোপন সংবাদে উপজেলা চর জগবন্ধু এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।