মার্কেন্টাইল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা যায়। সুশাসনের অভাব পরিলক্ষিত হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে।